সাত বছর বয়সি এক বালকের সততায় মুগ্ধ হয়ে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়ছে, ভারতের তামিল নাড়ুর ছোট একটি শহরে বসবাস করে ইয়াসিন নামে সাত বছর বয়সি এক বালক। সে স্থানীয় পঞ্চায়েত স্কুলে পড়ে। নিয়মিতই সে স্কুলে যায়। ১২ জুলাই স্কুলে যাওয়ার পথে একটি মানিব্যাগ কুড়িয়ে পায় সে। তার মধ্যে ছিল ৫০ হাজার রুপি। শিশু ইয়াসিন টাকাগুলো খুব সহজেই গায়েব করে দিতে পারত। কিন্তু তা না করে সে দিয়ে দেয় স্কুলের প্রধান শিক্ষকের হাতে। তিনি পৌঁছে দেন পুলিশ সুপারের কাছে।
পরবর্তীতে পুলিশ মারফত মানিব্যাগটি সঠিক মালিকের কাছে পৌঁছে।
এ ঘটনা শোনার পর রজনীকান্ত ইয়াসিন ও তার পরিবারকে আমন্ত্রণ জানায়। এ সময় রজনীকান্ত ইয়াসিনের প্রশংসা করে বলেন, ‘‘বর্তমান সময়ে মানুষ যেখানে প্রতারণা, চুরি এমনকি অল্প অর্থের জন্য হত্যা পর্যন্ত করে, সেখানে ইয়াসিন বলে, ‘এই রুপি আমার নয় তাই এ অর্থ ফিরিয়ে দিয়েছি।’ কি সততা, সত্যি! এটা মহান চরিত্রের বৈশিষ্ট্য।’’