নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর নিজের বাসায় ফিরেছেন বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মাহমুদা হাবিবা ও তার স্বামীর ফিরে আসার কথা নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। হাবিবার পরিবারকে উদ্ধৃত করে শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, শনিবার মধ্যরাতে মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদ বাসায় ফিরেছেন। এর আগে বিএনপির তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহমুদা হাবিবা ও তার স্বামী কামাল আহমেদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
বিএনপি নেত্রী মাহমুদা হাবিবা স্বামীসহ বাসায় ফিরেছেন
নিজস্ব প্রতিবেদকঃ | 12 August, 2018