ঈদে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়ার সুবিধার্থে রেলওয়ে পশ্চিমজোনে খুলনা-ঢাকা রুটে ‘ঈদ স্পেশাল’ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে নানান ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ের পাকশী বিভাগীয় কর্তৃপক্ষ। এই ট্রেনটি ঈদের আগে ২১ আগস্ট শুধুমাত্র একদিন চলাচল করবে। খুলনা-ঢাকা রুটে এই ট্রেনের ভাড়া অন্যান্য আন্তঃনগর ট্রেনের ভাড়ার সমপরিমাণ। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ২১-২৩ আগস্ট ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকায় ওই ট্রেনটি মৈত্রীর রেক দিয়ে চালানো হবে। শুক্রবার পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা-ঢাকা রুটে ঈদ স্পেশাল ট্রেন ২১ আগস্ট
নিজস্ব প্রতিবেদকঃ | 12 August, 2018