প্রচ্ছদ > খেলা > ফুটবল

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের আমেজ শেষ!

স্পোর্টস ডেস্ক: | 07 July, 2018
img

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার আগেই বাংলাদেশে ভাটা পড়লো বিশ্বকাপের আমেজ শেষ। আর সেটা বেলজিয়ামের কাছে হরে ব্রাজিলের বিদায়ের মধ্য দিয়ে। আর্জেন্টিনা, জার্মানি, স্পেনের পর বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল। বাংলাদেশে তুলনামূলক বেশি সমর্থক আর্জেন্টিনা-ব্রাজিলের। সেই দিক থেকে বললে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা শেষ।

জাতীয় ফুটবল দল বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও বাংলাদেশে ফুটবল উন্মাদনা বিশ্বকাপে অংশগ্রহণ করা দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের বিশ্বকাপ ফুটবল ছাড়া যে আলোচনার আর কোনো বিষয়বস্তু নেই। প্রতিপক্ষ সমর্থককে খোঁচা দেওয়া আর প্রিয় দলের শক্তির জায়গাগুলো তুলে ধরাই এর মূল আলোচ্য বিষয়।

বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ায় জার্মানি সমর্থকদের উন্মাদনা সেখানেই শেষ। কিন্তু নক আউট পর্বের শুরুতে এসেই আবারও বড় ধাক্কা খায় বাংলাদেশি সমর্থকরা। কারণ দ্বিতীয় রাউন্ড থেকেই যে বিদায় নেয় আর্জেন্টিনা ও স্পেন। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠাই বিশ্বকাপের আমেজ কিছুটা হলেও ধরে রেখেছিল। প্রতিপক্ষ সমর্থকদের সাথে তর্কাতর্কিতে গতকালও ব্যস্ত সময় পার করেছেন ব্রাজিল সমর্থকরা। কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে গেছে। ব্রাজিল সমর্থকদের খোঁচা দিতে এখনও হয়তো দু’একদিন এই উন্মাদনা থাকবে। তবে বিশ্বকাপে বাঙ্গালির ফুটবলের আমেজ বলতে আর কিছু রইলনা।