কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সের সেই বিভীষণ(!) এখন কিংবদন্তি ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি। এবারের আসরের অন্যতম আলোচিত দল বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফ্রান্স গোল মেশিন অঁরি।
রাশান বিশ্বকাপের সেমিফাইনালে প্রতিপক্ষ বেলজিয়াম শিবিরে কিংবদন্তি থিয়েরি অঁরির উপস্থিতি স্বস্তির কারণ হতে পারেনি ফরাসিদের। উপরন্তু প্রশ্নও উঠছে। ফিফার ২১তম বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অঁরির পছন্দকে ভুল বলেই দাবি করেছেন বর্তমান ফ্রান্স দলের স্ট্রাইকার অলিভার জিরুদ।
তবে বাস্তবতা বলছে হঠাৎ করেই বেলজীয় শিবিরে অভ্যুদয় ঘটেনি ফরাসি জার্সিতে বিশ্বকাপ ও ইউরো জয়ী কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরির। দুই বছর আগে রবার্তো মার্টিনেজ বেলজিয়ামের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের সময় সহকারী হিসেবে বেছে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকারকে।
কোচ দিদেয়ের দেশম, জিরুদরা শত্রু ভাবতে শুরু করেছেন এই কিংবদন্তিকে। এমন কি করেছেন অরি? ফ্রান্সকে ইউরো-বিশ্বকাপ জেতানো এই তারকা এখন বেলজিয়ামের সহকারি কোচ। এবারের বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে যেতে হলে খেলতে হবে অরির দল বেলজিয়ামের বিপক্ষে। অরি এবার পরিকল্পনা সাজাবেন নিজ দেশের বিপক্ষেই। তাহলে তো তাকে দুশমন ভেবে খুব একটা ভুল করেনি ফ্রান্স।
থিয়েরি অরির পরিকল্পনা কাজে লাগিয়েই পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে বিদায় জানিয়েছে বেলজিয়াম। এবার নিজ দেশের বিপক্ষেই দাঁড়িয়ে গেছেন এক সময় মাঠ কাঁপানো এই ফুটবলার। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বর্তমানে দলটির কোচ দিদেয়ের দেশম সাবেক সতীর্থকে শত্রু বলেই আখ্যায়িক করলেন।
ফরাসি কোচ বলেন, ‘হেনরিকে প্রতিপক্ষ দলে দেখা অদ্ভুত অভিজ্ঞতা। আমি গর্ববোধ করবো যদি এটা দেখাতে পারি যে সে ভুল পক্ষে আছে। ফ্রান্সের সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজনের জন্য দেশমের অবশ্য প্রশংসাই ঝড়ল। ‘তাকে অন্য পক্ষে দেখাটা কষ্টের তবে হেনরি এমন একজন যে তাকে দেখলেই আমার ভালো লাগা কাজ করে।‘
দেশমের কথারই পুনরাবৃত্তি করলেন ফরাসি স্ট্রাইকার অলিভেয়র জিরুদ। তিনি বলেন, ‘তাকে (অরি) আমাদের দলে পেলে অনেক কিছু শেখা যেত। মাঠের লড়াইয়ে অরির প্রতি ফ্রান্স যে সামান্যও করুণা করবে না সেটাও পরিস্কার করে জানিয়ে দিলেন জিরুদ।