কর্নার কিক থেকে এমতিতির হেডে গোলে এগিয়ে যায় ফ্রান্স।বিরতি থেকে এসেই গোল পায় ফ্রান্স। ৫১তম মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠিয়েছেন স্যামুয়েল উমতিতি। দ্বিতীয়ার্ধে উমতিতির করা একমাত্র গোলে জয় পায় ফ্রান্স। এই জয়ের ফলে ফ্রান্স ১-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট পায়।
বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে ফাইনালে ফ্রান্স
অনলাইন ডেস্কঃ | 11 July, 2018