প্রচ্ছদ > জেলা সংবাদ > ঢাকা

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ ‘সাংবাদিক’ গ্রেপ্তার

www.cpinews24.com | 04 June, 2018
img

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর দামপাড়া স্টারলাইন বাস কাউন্টারসংলগ্ন এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার সকালে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইয়াছিন মোল্লা।

নগর গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ ইয়াছিন মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ইয়াছিন মোল্লা নিজেকে ‘সাপ্তাহিক শিখর’ সন্ধান নামক পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে একই নামের পত্রিকার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে একটি ক্যামেরা ও ১টি স্পাই কলম উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।